ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সুপ্রিম কোর্টের আইনজীবীকে মিন্নির অনুরোধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬

সুপ্রিম কোর্টের আইনজীবীকে মিন্নির অনুরোধ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া আয়শা সিদ্দিকা মিন্নি হঠাৎ করে ঢাকায় এসেছেন। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাবাসহ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার সঙ্গে দেখা করেন।

জানা গেছে, সাক্ষাতে মিন্নি আইনজীবীর পা ছুঁয়ে সালাম করেন। একইসঙ্গে আইনজীবী জেড আই খান পান্নাকে মিন্নি অনুরোধ করেছেন তিনি যেন মিন্নিকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত এই মামলাটি লড়ে যান। পাশাপাশি মিন্নি আইনজীবী পান্নাকে ধন্যবাদও জানিয়েছেন। এ সময় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর তার সঙ্গে ছিলেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনি লড়াই চালিয়ে যেতে আইনি পরামর্শের জন্যই মূলত ঢাকায় এসেছেন মিন্নি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলতে পারছেন না। তবে আইনজীবীদের সাথে মামলার বিষয়ে কথা বলছেন তিনি।

মিন্নির বাবা মোজাম্মেল হক জানিয়েছেন, মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। আইনজীবীদের সঙ্গে কথা বলার পর তিনি চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরবেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত