ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রাবিতে তিন উপাচার্যের কুশপুতুল দাহ

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

রাবিতে তিন উপাচার্যের কুশপুতুল দাহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুতুল দাহ করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে কুশপুতুল দাহ করেন শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

এর আগে প্রতিবাদী সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের কাঠামোটাই স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিকভাবে উপাচার্য নিয়োগ দেয়া হয় না। সরকার নির্ধারণ করে দেয় উপাচার্য কে হবেন। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পুতুল উপাচার্য নিয়োগ দেয়। বর্তমান উপাচার্যদের কথাবার্তা, আচার-আচরণ নিয়েও প্রশ্ন আছে। উপাচার্য হয়ে তাদের একমাত্র কাজ হচ্ছে লুটপাট করে খাওয়া। লুটপাটের ভাগ দিয়ে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা।

এ সময় নেতাকর্মীরা ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের উপাচার্যেও দায়িত্বে বসানোর দাবি জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসন মিলনের সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরান শাহ, মহানগর শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক জিন্নাত আরা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত