স্পার আড়ালে অসামাজিক কাজ, যা জানালেন নারীকর্মীরা
রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত নাভানা টাওয়ারে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার রাত ৯টা থেকে ওই টাওয়ারের ১৯তলার ‘লাইফ স্টাইল স্পা’ নামক একটি স্পা সেন্টারে অভিযান শুরু করে পুলিশ।
অভিযানে ১৬ নারী কর্মী সহ ১৯ জনকে আটক করে পুলিশ। গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে এখানে অভিযান পরিচালিত হয়েছে। যাদের আটক করা হয়েছে পরবর্তীতে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আটক হওয়া নারী কর্মীরা জানান, তারা এখানে কমিশনে কাজ করেন। মাস শেষে কমিশন হিসেব করে তাদের বেতন দেয়া হয়। তবে টাকার পরিমাণ প্রায় পনেরো হাজারের মত জানান তারা।
এই স্পা সেন্টারে কার মাধ্যমে এসেছে জানতে চাইলে জানান, তারা একজন ম্যানেজারের মাধ্যমে এসেছে। কিন্তু নাম বলেতে অস্বীকৃতি জানান। এছাড়াও তারা স্পা সেন্টারের মালিকের নামও বলতে অস্বীকৃতি জানান।
এখানে কী ধরনের কাজ করেন জানতে চাইলে নারী কর্মীরা জানান, ম্যাসেজ, প্যাটিকিউর, ম্যানিকিউর, স্পা এগুলো করে থাকে। এক্ষেত্রে নারীরা মেয়েদের কাজ করে তবে পুরুষ কর্মী না থাকলে তারা পুরুষদেরও স্পা করে থাকে।
এনএইচ/