ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

পুলিশ-র‌্যাব-এনএসআইয়ের নকল পরিচয়পত্র বানাতেন তিনি, এরপর...

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

পুলিশ-র‌্যাব-এনএসআইয়ের নকল পরিচয়পত্র বানাতেন তিনি, এরপর...

চাঁপাইনবাবগঞ্জে নকল জাতীয় পরিচয়পত্রসহ (স্মার্টকার্ড) বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি বাহিনীর নকল পরিচয়পত্র তৈরির দায়ের একজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিমতলা মোড়ে অভিযুক্ত ডিজিটাল গ্রাফিক্সের মালিক জি.এস.এম মুর্শেদ সুমনকে ২ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা মোড় এলাকায় মুর্শেদ সুমনের গ্রাফিক্সের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তার প্রতিষ্ঠানের থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র, পুলিশ, র‌্যাব, এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র পাওয়া যায়। পরে তাকে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

রাতেই মুর্শেদ সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। মুর্শেদ সুমন (৩৮) পৌর এলাকার আজাইপুর মহল্লার ওমর ফারুকের ছেলে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত