ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

স্কুলছাত্র হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৮

স্কুলছাত্র হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রকে হত্যার দায়ে ইদ্রিস জমাদ্দার (২৩) নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরের পর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ইদ্রিস জমাদ্দার উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশরাফ আলীর ছেলে। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলো।

হত্যার শিকার স্কুলছাত্র ফয়সাল একই এলাকার বাদল জোমাদ্দারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ড ঘটে ২০১৪ সালের ২ ডিসেম্বর। এ দিন সকালে ফয়সালের মা মঠবাড়িয়ার একটি ব্যাংকে টাকা তুলতে যান। দুপুরে ফয়সাল স্কুল থেকে বাসায় ফিরে বাড়ির সামনের মসজিদ মাঠে খেলা করছিলো।

এসময় আসামি ইদ্রিস স্কুলছাত্র ফয়সালকে ডেকে স্থানীয় একটি বাগানে নিয়ে যান। এরপর থেকে ফয়সাল নিখোঁজ হয়। ফয়সালের মা ওই দিন বিকেলে ব্যাংক থেকে ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুজি করেন। তাকে না পেয়ে পরিবারের লোকজন থানায় জিডি করেন।

৯ ডিসেম্বর বাড়ির পাশের একটি বাগানের মধ্যে ফয়সালের লাশ দেখতে পান এক প্রতিবেশী। এ ঘটনায় ফয়সারের মা আসমা বেগম ইদ্রিসকে সন্দেহভাজন আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালের ২১ ডিসেম্বর সিাইডির পরিদর্শক ইউনুছ আলী ইদ্রিসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। ধারণা করা হয় স্কুলছাত্র ফয়সালকে বলাৎকারের পর হত্যা করে ইদ্রিস।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত