ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রতিবেশীর জমি দখল করে ঘর নির্মাণের পায়তারা

  নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

প্রতিবেশীর জমি দখল করে ঘর নির্মাণের পায়তারা

নবাবগঞ্জের শোল্লা এলাকার বাসিন্দা পরান বেপারীর (৮০) বসতবাড়ির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ছমির উদ্দিনের গং এর বিরুদ্ধে। জমির মালিক বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে ছমির ও তার লোকজন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পরান বেপারী।

এলাকাবাসী জানায়, শোল্লার পরান বেপারী, ছমির উদ্দিনের কাছে আরএস দাগ ৩২১ ও ৩৪৫ এবং এস,এ দাগ নং ৫৯ এর ২৭ শতাংশ জমি থেকে সাড়ে ৭ শতাংশ জমি বিক্রি করেন। তাকে তার ক্রয়কৃত তফসিলভুক্ত জমি বুঝিয়েও দেন। কিন্তু ছমির উদ্দিন গং অতিরিক্ত জমি জোর করে দখলে নিতে ২৭ শতাংশের মধ্যে থাকা পরান বেপারীকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে রাতের আধারে ঘর নির্মাণের পায়তারা করতে থাকে।

ইতোমধ্যে পরান বেপারীর বসতবাড়িতে ছমির উদ্দিন তার মৃত স্ত্রীকে দাফন করেন ও কবরটি রাতে পাকা করে জমি দখলে নিতে লোকজন নিয়ে মহড়া দেন। ফলে এলাকায় বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল আলম তালুকদার বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পরান বেপারী। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্তিশৃংঙ্খলা বজায় রাখতে বলেছি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত