ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

পেঁয়াজের মূল্য বাড়ানোয় গোপালগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১৭:০৩

পেঁয়াজের মূল্য বাড়ানোয় গোপালগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি না করা ও মেয়াদ উত্তীর্ণ রং বিক্রি এবং মূল্য তালিকা না থাকার দায়ে ৮টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ও সাতপার এবং সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

শামীম হাসান জানান, নির্ধারিত মূল্যের বাইরে ইচ্ছামত মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে মেসার্স মাহমুদ স্টোরকে ২ হাজার ও ভাই ভাই ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন রং বিক্রির দায়ে মেসার্স রাহুল হার্ডওয়্যারকে ৫ হাজার, মূল্যবিহীন ওষুধ বিক্রির দায়ে মেসার্স মহাদেব হলকে ১ হাজার এবং বিভিন্ন অপরাধের দায়ে আরও ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত