ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি
ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। এসময় পুলিশ সদ্যস্যদের সতর্ক করে তিনি বলেন, মানুষের সেবা করার যাদের মানসিকতা নেই তারা ডিএমপিতে থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরীতে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঝুকিপূর্ণ কোন মণ্ডপ নেই। নিরাপত্তার জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে পূজা মণ্ডপগুলোকে। পুরো রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। পূজা উপলক্ষে যেসব মেলার আয়োজন করা হয়, সেগুলোও নজরদারিতে থাকবে।

বড় ধরনের কোন হামলার আশংকা নেই বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, নির্দিষ্ট সড়ক ব্যবহার করে পূজা বিসর্জন দিতে হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত