ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আইনি পথ ছাড়া খালেদার মুক্তির সুযোগ নেই: তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ১৭:৩৩  
আপডেট :
 ০৩ অক্টোবর ২০১৯, ১৭:৩৬

আইনি পথ ছাড়া খালেদার মুক্তির সুযোগ নেই: তথ্যমন্ত্রী

আইনি পথ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি একথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া কোনো রাজনৈতিক বন্দি নয়। রাজনৈতিক বন্দি হলে আন্দোলনের প্রশ্ন আসে। আইনি পথ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, এতিমের জন্য টাকা এসেছে এতিমখানা নির্মাণের জন্য সেটি না করে তিনি তার ব্যক্তিগত একাউন্টে সে টাকা ট্রান্সফার করেছেন। সে কারণে আদালতে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের সাক্ষী-সাবুদের মাধ্যমে তার শাস্তি হয়েছে। সুতরাং তার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হতে হবে, অন্য কোনোভাবে হওয়া সম্ভব নয়।

হাছান মাহমুদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে খালেদা জিয়া জানতেন ও তারেক রহমানের নির্দেশে হয়েছে বলে ইউকিলিসের তথ্যে উঠে এসেছে। এখন বিএনপি এ বিষয়ে কী জবাব দেবে বলে জানতে চেয়েছেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে তারেক রহমান ২১ আগস্ট হামলার মাস্টার মাইন্ড এবং খালেদা জিয়ার জ্ঞাতসারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল। মূলত জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য।

তিনি বলেন, সেটা আদালতে প্রমাণিত হয়েছে। আমরা যখনই এ বিষয়টি বলেছি, তখনই বিএনপি বিরুদ্ধ বক্তব্য রেখেছে। আমার প্রশ্ন জাগে, উইকিলিকসের ব্যাপারে বিএনপির কী বক্তব্য তারা কি বলবে?

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত