ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ঝিনাইদহে ভেটেরিনারি শিক্ষার্থীদের আমরণ অনশন চলছেই

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ২১:১০

ঝিনাইদহে ভেটেরিনারি শিক্ষার্থীদের আমরণ অনশন চলছেই

ক্লাস-পরীক্ষা চালু এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে আমরণ অনশন করছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।

কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান, কলেজের শিক্ষার্থী লুবান মাহফুজ মিশুক।

তিনি বলেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে গত ৯ মাস ধরে বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। যে কারণে অনাপত্তিপত্র ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে বুধবার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হলেও সেখান থেকে কলেজের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশণ শুরু করে শিক্ষার্থীরা। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত