ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ১০

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৫:২৫

তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ১০

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তায় নৌকা ডুবে ১০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে।

রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজারহাটের বুড়িরহাট ঘাট থেকে একটি নৌকায় করে তিস্তা নদীর ওপারের চরে ঘাস ও কাঁশিয়া কাটতে যাচ্ছিলেন ২০ থেকে ২৫ জন। ফিরে আসার সময় বুড়িরহাট টি-বাঁধের কাছে নৌকাটি পানির নিচে থাকা সিসি ব্লকে তলা লেগে উল্টে যায়। সেখানে সৃষ্ট পানির ঘূর্ণাবর্তে নৌকাটিসহ যাত্রীরা ভেসে যায়। এতে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী বলেন, ‘টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এরপর আর কিছু মনে নেই।’

ঘটনাস্থল পরিদর্শন করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত