ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গরম খবর চলতেই থাকবে: ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৪:০০  
আপডেট :
 ০৭ অক্টোবর ২০১৯, ১৪:০৩

গরম খবর চলতেই থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গরম খবর চলতেই থাকবে। ১৫ দিনেই কি সব খবর পেতে চান? আমরা যা বলেছি তা শুধু মুখেই না কাজেও দেখিয়েছি। যারা কালপ্রিট তাদের কোনও ছাড় নেই।’

সোমবার (৭ অক্টোবর) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চলমান দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে কাদের বলেন, ‘কাদের বিরুদ্ধে অভিযান চলছে, কেন চলছে প্রধানমন্ত্রী নিজেই তার ব্যাখ্যা দিয়েছে। এখানে লুকোচুরির কিছু নেই। যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কোনো সংকোচ নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘অভিযোগের সত্যতা প্রমাণ হলে কেউ রেহাই পাবে না। অভিযুক্ত করতে হলে অভিযোগ পেতে হবে। রাশেদ খান মেননও একটি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান। তাই বলে কি তাকে ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ত বলা যাবে।’

সম্রাটকে ধরতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সম্রাটকে ধরতে কেন দেরি হয়েছে তা র‌্যাবের ডিজি বলেছেন। সম্রাট হয়তো ভারতে পালিয়ে যাওয়ার জন্যই কুমিল্লায় আশ্রয় নিয়েছিলেন। ’

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘কিছু পেতে হলে কিছু দিতে হয়ে। আমরাতো এনেছি, আমাদের পাওয়ার বিষয়টি অনেক বেশি। সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে ৬৮ বছর পর এবং সেটি বাস্তবায়ন করেছে শেখ হাসিনা ও মোদি সরকার। সম্পর্ক ভালো থাকলে অনেক কিছু পাওয়া যায়। বৈরী সম্পর্ক থাকলে কিছুই পাওয়া যায় না। যা অতীতে হয়েছে।’

সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারও নেই। কাজেই এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। পিটিয়ে হত্যা’র রহস্য উদঘাটন করা হবে। ’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত