ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

‘রোহিঙ্গা সংকট সমাধান মিয়ানমারকেই করতে হবে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ১৬:৪৯

‘রোহিঙ্গা সংকট সমাধান মিয়ানমারকেই করতে হবে’

রোহিঙ্গা সংকট তৈরি করেছে মিয়ানমার, এর সমাধান তাদেরই করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জা‌তিসং‌ঘের আবা‌সিক প্রতি‌নি‌ধি মিয়া সে‌প্পো। বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকা‌ব) আয়োজিত ‘ডিকাব ট‌ক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া সে‌প্পো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সবাই চেষ্টা করছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যর্থতা শুধু জাতিসংঘের নয়, এই দায় সবার।

তিনি বলেন, বাংলাদেশে নগর দারিদ্র্য ও অপরিকল্পিত নগরায়ন এখন নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি। পাশপাশি, বাংলাদেশের মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে আরও স্বাধীন ও শক্তিশালী করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিকাব সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

  • সর্বশেষ
  • পঠিত