প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ২২:৩১
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে নিয়ম বহির্ভূতভাবে সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দলের বর্ধিত সভায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার সময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
|আরো খবর
এমতাবস্থায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার আশপাশের বাজারগুলোতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম এ আদেশ জারি করেন। তিনি মুঠোফোনে বলেন, উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের সময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়। আবার মঙ্গলবার ফাঁকা পদগুলোতে নিয়ম বহির্ভূতভাবে ১৭ জন অন্তর্ভুক্ত করা হয়।
কমিটিতে নতুন করে যাদের অন্তর্ভুক্ত করা হয় তারা হলেন সহ-সভাপতি পদে সাহাবুদ্দিন ও অ্যাড. মাহাবুব, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক জামিন এবং সদস্য রয়েল, জহুরুল, জাহাঙ্গীর, সুলতান, ইসাহাক, পাভেল, মুনসেফ, মানিক, বক্কর, জাহাঙ্গীর, জামাল, শিখা রহমান ও রেজাউল।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সদস্য জানিয়েছে, গতকাল নতুন সদস্যদের অন্তর্ভুক্তি করার পর ‘হরিপুর উপজেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক আইডিতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে করে বিক্ষুব্ধ হন অন্যান্য নেতাকর্মীরা।
হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন অভিযোগ করে বলেন, কমিটির কাউকে না জানিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন ১৭ জন সদস্য অর্ন্তভুক্ত করায় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়। এ সময় দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দুগ্রুপের সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বাংলাদেশ জার্নালকে জানান, উপজেলা আওয়ামী লীগের কমিটিতে কয়েকজনকে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে বর্ধিত সভায় সংঘর্ষ বাধলে কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এইচকে