ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে হত্যার হুমকি

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১৬:৪৫

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে হত্যার হুমকি
ইমান ভুঁইয়া ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় বখাটের উৎপাত বন্ধে ও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে হত্যার ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দিয়েছে এক বখাটে ও তাদের পরিবারের লোকজন।

বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েমসাইর এলাকার ইমান ভুঁইয়া ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক নোয়াব ভুঁইয়া বাংলাদেশ জার্নালকে জানান, তার বেসরকারি বিদ্যালয়ের আশ-পাশে দীর্ঘদিন যাবৎ একই এলাকার আলীম মোল্লার ছেলে রানা ও আব্দুল্লাহসহ কিছু বখাটে মেয়ে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ইভটিজিং করে আসছিলো। একইভাবে গত বুধবার বিদ্যালয়ে আসা স্থানীয় মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করলে এর প্রতিবাদে তাদের বিদ্যালয়ে ডেকে কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় বখাটে ও তার পরিবারের লোকজন শিক্ষকের ওপর হামলার চেষ্টা চালায়।

এ সময় তারা প্রধান শিক্ষককে গলাকেটে হত্যা ও বিদ্যালয়ে তালা ঝুঁলিয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান অভিভাবকরা।

এ বিষয়ে থানা ওসি মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত