ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

হাতীবান্ধার সেই বিতর্কিত সভাপতিকে প্রত্যাহার

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১০:৩৬  
আপডেট :
 ১১ অক্টোবর ২০১৯, ১৫:১৮

হাতীবান্ধার সেই বিতর্কিত সভাপতিকে প্রত্যাহার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সামাজিক শিশু সুরক্ষা নেটওয়র্কের সভাপতি গোলাম ফারুক সোনাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নিজ বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে তাকে বৃহস্পতিবার বিকালে অব্যাহতি দিয়েছে উপজেলার সামাজিক শিশু সুরক্ষা নেটওয়ার্ক।

হাতীবান্ধা উপজেলা সামাজিক শিশু সুরক্ষা নেটওয়ার্কের সহ-সভাপতি হামিদা বেগম স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে, ওই নেটওয়ার্কের সভাপতি গোলাম ফারুক সোনা গত ৭ অক্টোবর উপজেলা ধুবনী এলাকায় তার নিজ বাড়িতে একটি বাল্যবিয়ের আয়োজন করেন। এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। শিশু বিয়ে আয়োজনের বিষয়টি গোলাম ফারুক সোনা স্থানীয় প্রশাসনের কাজে স্বীকারও করেছেন। ফলে উপজেলা সামাজিক শিশু সুরক্ষা নেটওয়ার্কের সিদ্ধান্ত মোতাবেক তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, ওই বাল্যবিয়ের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে নিয়মিত মামলা করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ইতোমধ্যে নিদের্শ দেয়া হয়েছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত