ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে আসামির হুমকিতে বাড়িছাড়া মামলার বাদি

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৬:৪৬

রামগঞ্জে আসামির হুমকিতে বাড়িছাড়া মামলার বাদি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মামলার বাদি হতদরিদ্র পরিবারকে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করছে আসামিরা। এতে বাদি পরিবার বসতঘর ছেড়ে অন্যত্র মানবেতর জীবন-যাপন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারায়ণপুর গ্রামের হাজিবাড়িতে সম্পত্তি দখলে বাধা দেয়ায় আব্দুল হাই ও তার স্ত্রী ছকিনা খাতুন ধারালো অস্ত্র দিয়ে হতদরিদ্র ইব্রাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ইব্রাহিমের স্ত্রী ছকিনা বেগম বাদি হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা একটি মামলা করেন।

এদিকে মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদি এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে। বাদি ছকিনা বেগম শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, ২৯ সেপ্টেম্বর আমার স্বামী ইব্রাহিমকে কুপিয়ে জখম করার পর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ১০ অক্টোবর বৃহস্পতিবার মামলা দায়ের করি।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল হাই বলেন, দুইজনের হাতাহাতির মাঝে ইব্রাহিমের মাথা ফেটে গেছে।

রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত