ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ০৫:৪৫  
আপডেট :
 ১৩ অক্টোবর ২০১৯, ০৫:৪৮

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কুমিরা এলাকার ‘ও ডব্লিউ’ শিপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, সাইফুল ইসলাম (২৬) এবং মাসুদ আলম (২২)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা থেকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, ওই শিপ ইয়ার্ডে পুরনো একটি জাহাজ কাটার আগে ভেতর থেকে মালামাল অপসারণ করা হচ্ছিল। অপসারণের এক পর্যায়ে তিন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এই ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত