ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিএনপি ভারতবিরোধী নয়, অসম চুক্তির বিরোধী: ফারুক

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ২১:৪৬

বিএনপি ভারতবিরোধী নয়, অসম চুক্তির বিরোধী: ফারুক
ফাইল ছবি

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। বিএনপি ভারত বা তার জনগণের বিরোধী নয়। তবে দেশের স্বার্থবিরোধী যে অসম চুক্তি হয়েছে তার বিরোধী।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কিছু দিলে কিছু আনতে হয়, আপনারা তা পারেননি। সেজন্যই দেশের মানুষের এই বিরোধীতা।

ভারতের সাথে করা চুক্তি বাতিল ও আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে রোববার যশোরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির উদ্যোগে বিকেলে শহরের লালদিঘির পাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি আরো বলেন, দেশের স্বার্থে কথা বলতে গিয়ে হত্যার শিকার হয়েছে আবরার। এ হত্যার বিচার করতে হবে। এ বিচার যেন বিশ্বজিতের হত্যার বিচারের মত না হয়। একইসাথে তিনি ভারতের সাথে করা অসম চুক্তি প্রত্যাহার ও রোহিঙ্গাদের রাজনৈতিক উপায়ে ফেরত পাঠানোর দাবি জানান।

জেলা কমিটির আহবায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি নেতৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত