ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

দামুড়হুদায় উদ্বোধন হলো প্রথম স্মার্ট স্কুল

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১৯:০৭

দামুড়হুদায় উদ্বোধন হলো প্রথম স্মার্ট স্কুল

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট স্কুল হিসেবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এ সময় নজরুল ইসলাম সরকার বলেন, শিশুরা যাতে স্কুলে গিয়ে আনন্দ পায় এবং স্কুলে গিয়ে যাতে সবকিছুর সাথে মানিয়ে নিতে পারে সেজন্য কিছু করার প্রয়োজন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুদেরকে আদর করে মানসিক বিকাশ ঘটাতে হবে কোনো রকম চাপ দিয়ে শাসন করা যাবে না। তাদের হেসে খেলে বেড়ে উঠতে দিতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে হবে। একই সাথে বাল্যবিয়ে রোধে সকলকে ভূমিকা রাখতে হবে।

দামুড়হুদা উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার সাকি সালাম বলেন, এই স্কুলের প্রতিটি ক্লাসরুমে রয়েছে কম্পিউটার। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল বই এর সফট ভার্সন দেওয়া আছে কম্পিউটারে। মহানুভতার দেয়াল আছে এখানে। স্টুডেন্ট অবদ্যা মাসিক, জানতে চাই কর্নার, মুক্তিযোদ্ধা কর্নার, বঙ্গবন্ধু কর্নার, ছোটদের খেলাধুলার ঘর, বুক কর্নার, ডিজিটাল হাজিরা মেশিন, স্মার্ট আইডি কার্ড। শিক্ষক ও শিক্ষার্থীদের, প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা, ডিজিটাল ঘণ্টা, পুরো স্কুলটিতে আছে সাউন্ড সিস্টেম।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম, সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, ইউপি সদস্য সেকারুদ্দিন, প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষবৃন্ধ।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত