ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

২৮ টাকার ওষুধ ১৮০ টাকায় বিক্রি

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ২৩:০৭

২৮ টাকার ওষুধ ১৮০ টাকায় বিক্রি

২৮ টাকার মূল্যের ওষুধ ১৮০ টাকা মূল্যে বিক্রয় করার অভিযোগ গাইবান্ধা শহরের ফাতেমা মেডিকেল স্টোর নামে একটি ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গাইবান্ধা শহরের সোমবার সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুসারে প্রশাসনিক ব্যবস্থায় তাদের জরিমানা আরোপ করে আদায় করা হয়।

গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, সদর উপজেলার কলেজ রোডে ফাতেমা মেডিকেল স্টোর এন্ড মেডিসিন কর্নারে এক তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৮ টাকার মূল্যের ওষুধ ১৮০ টাকা বিক্রি করে। পরে বিক্রয় ভাউচার পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ওষুধ বিক্রয় করায় তাদের জরিমানা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত