ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

হাওরের শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নই: রাষ্ট্রপতি

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ০১:০৪

হাওরের শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নই: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরের তিন উপজেলায় শতাধিক প্রাইমারি স্কুল, হাইস্কুল স্থাপন করেছি। এখন কোনো কোনো ইউনিয়নে তিনটি হাইস্কুলও আছে। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষার মান তেমন বাড়ছে না। হাওরের শিক্ষার মান নিয়ে আমি সন্তুষ্ট নই।

সোমবার বিকেলে কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হাওরের ছেলে-মেয়েরা বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরির নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতায় টিকতে পারে না। শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হতে হবে, যেন ছেলে-মেয়েরা ভালো মানের শিক্ষা পায়। হাওরের আগামী দিনের উন্নয়ন তাদেরকেই এগিয়ে নিতে হবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নির্বাচনের আগে আপনি যেমন করেছিলেন তেমনি তাদের (সাধারণ মানুষ) সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। তাদের আনন্দ ও দুঃখের সময় তাদের পাশে থাকুন।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচিত প্রতিনিধি, অভিজাত ও রাজনৈতিক নেতাসহ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় উপস্থিত ছিলেন-রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহজাহানসহ সামরিক, বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পঠিত