ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে দুদকের গণশুনানি

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:৫০

রামগঞ্জে দুদকের গণশুনানি

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দুর্নীতি বিরোধী চলমান অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত দেশ, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারবো।

রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে এক গণশুনানি অনুষ্ঠানে দুদক আয়োজিত সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুদক নিজেদের কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এখন সক্ষমতা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক। তবে এ চেষ্টা তখনই সফল হবে, যখন জনগণ বলবে সব কিছু ঠিকঠাকভাবে চলছে। কোথাও দুর্নীতি হচ্ছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোখলেছুর রাহমান। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী ও রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ।

পরে জেলা প্রশাসকের সঞ্চালনায় গণশুনানিতে অংশ নেন ভুক্তভোগীরা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত সমস্যার সমাধান করার নির্দেশনা দেন দুদক কমিশনার।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত