ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৬ দিন ধরে বন্ধ ফেরি, ভোগান্তি চরমে

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১১:৩৭  
আপডেট :
 ১৮ অক্টোবর ২০১৯, ১২:১০

৬ দিন ধরে বন্ধ ফেরি, ভোগান্তি চরমে

নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৬ দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

জানা গেছে, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পরেছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে থাকা পরিবহনগুলো পরেছে চরম বিপাকে। ইতোমধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া রুট দিয়ে পারাপার হওয়ার জন্য কাঁঠালবাড়ি ঘাট ত্যাগ করতে শুরু করেছে পরিবহনগুলো।

বিআইডব্লিউটিএর সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, চ্যানেলের খনন কাজে যারা নিয়োজিত (ড্রেজারে) কর্মকর্তা-কর্মচারী নির্দিষ্ট করে বলতে পারেননি যে কবে নাগাদ চ্যানেলটি চালু করা সম্ভব হবে। তাই বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ও শিমুলিয়া পয়েন্টে ১২টি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলছে।’

‘এক দিকে ড্রেজিং করলে আরেক দিকে পলি জমে যায়,’ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত