ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রায়পুরে ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৬:২৪

রায়পুরে ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ শিকারের দায়ে ৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভোর ৬টার দিকে রায়পুর উপজেলার মেঘনা নদীর পুরান বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতেনাতে আটক করে দায়িত্বরত কোস্টগার্ড।

আটককৃতরা হচ্ছে মো. খলিল খাঁ (৪৪), মো. জয়নাল (১৯), আব্বাস ঢালী (৩২), মো. শাহজাহান (৩৫), মো. আবুল হোসেন (২৫) ও মো. ইসমাইল হেদাসেন (২০)।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকের ১ বছর করে সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা (অ.দা.) সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও কোস্টগার্ডের (কন্টিনেন্টাল সিসি) মো. মালেক হোসেন, উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টারসহ অন্যরা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত