ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে পুড়ল শতাধিক দোকান

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ০৮:২০  
আপডেট :
 ১৯ অক্টোবর ২০১৯, ১১:৫৩

চট্টগ্রামে পুড়ল শতাধিক দোকান

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেট, শাহজালাল ও জালালাবাদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৩টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

আগুনে ১৩০টির মতো দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন জানান, জালালাবাদ ও শাহজালাল মার্কেটের দোতলার ৭০টি দোকানের পণ্যসামগ্রী পুড়ে গেছে। এ ছাড়া জহুর মার্কেটের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এসব দোকানে কম্বল, বেডশিট, আয়রন, অ্যামব্রয়ডারি, রেডিমেড গার্মেন্ট, শার্ট ছিল।

সকাল ৭টায়ও পুড়ছিল জালালাবাদ মার্কেটের হাজী এম হোসেন নামের দোকানটির দোতলা। দোকান মালিক মোহাম্মদ ইউসুফ বলেন, আমার ৩০ লাখ টাকার বেডশিট, দরজার পর্দা, লেপ তোশকের কাপড় পুড়ে গেছে। আগুন আমার সর্বনাশ করেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘আগুনে ১৩০টির মতো দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত