ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ভারপ্রাপ্ত দিয়েই চলছে আদিতমারী-পাটগ্রাম উপজেলা

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৯:৫১

ভারপ্রাপ্ত দিয়েই চলছে আদিতমারী-পাটগ্রাম উপজেলা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও থানার ওসি’র মত গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লালমনিরহাটের আদিতমারী ও পাটগ্রাম উপজেলার প্রশাসনিক কার্যক্রম। ফলে সরকারি সেবা প্রদানে দেখা দিয়েছে স্থবিরতা।

জানা গেছে, জেলার আদিতমারী উপজেলার ইউএনও আসাদুজ্জামান গত ১২ সেপ্টেম্বর বদলি নিয়ে অন্যত্র চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করছেন সদর উপজেলার ইউএনও জয়শ্রী রানী রায়।

২০১১ সালের ১৬ মার্চ বদলি হয়ে অন্যত্র চলে যান তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদুর রহমান। এরপর থেকেই শূন্য রয়েছে পদটি। তবে গত ১ অক্টোবর থেকে এই পদে ভারপ্রাপ্তের দায়িত্ব পান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি আর সরওয়ার।

গত ১৯ তারিখ বদলি হয়ে অন্যত্র চলে গেছেন আদিতমারী থানার ওসি মাসুদ রানা। এরপর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

এদিকে পাটগ্রাম উপজেলার ইউএনও আব্দুল করিম ছাত্তার গত ১৮ আগস্ট বদলি নিয়ে অন্যত্র চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করছেন ওই উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) দীপক কুমার দেব শর্মা।

পাটগ্রাম থানার ওসি মনসুর আলী গত ১৯ আগস্ট বদলি নিয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) সুমন কুমার মোহন্ত।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) জয়শ্রী রানী রায় বলেন, একাই সব দেখা তো সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এ উপজেলার ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। একা হলেও দুই উপজেলার জনগণকেই সেবা দিতে চেষ্টা করছেন বলেও জানান তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, শূন্য পদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবগত করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত