ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মিমকে ‘ডিম’ ডাকায় শিশু খুন

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ০৩:৪০

মিমকে ‘ডিম’ ডাকায় শিশু খুন
অভিযুক্ত মিম। ছবি: সংগৃহীত

স্কুলছাত্র রমজান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের মূল আসামি মিম আক্তার শনিবার সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে নড়াইলের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আমলি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

নড়াইলের লোহাগড়ার ঘাতক মিম আক্তার চরআড়িয়ারা গুচ্ছ গ্রামের মো. রাকায়েত শেখ ও লাকী বেগমের মেয়ে।

মিমের জবানবন্দির বরাতে এসআই মিল্টন কুমার দেবদাস জানান, রমজান তার খালাতো বোন মিম আক্তারকে মিম না বলে ‘ডিম’ বলে ডাকতো। এতে মিম রমজানের উপর ক্ষিপ্ত ছিল। বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পরে মিম রমজানকে মারধর করে। দৌঁড়ে রমজান উঠানে পড়ে গেলে মিম রমজানের গলা টিপে ধরে। এ সময় রমজানের মৃত্যু হয়।

পরে কয়েকজনের সহযোগিতায় মিম মরদেহ গুম করার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত পুতুল, মিম, ইলিয়াস শেখ, ইউসুফ শেখ, লাকী বেগম, হাবিবুর রহমানসহ ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার রাত সাড়ে ১১ টায় ওই গ্রামে অভিযান চালিয়ে হত্যার সময় শিশু রমজানের সঙ্গে থাকা বই ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত