ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নলকূপের পাইপ থেকে নির্গত গ্যাসে চলছে রান্না

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১৬:৩৩  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০১৯, ১৭:৩৭

নলকূপের গ্যাসে চলছে রান্না

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান মিলেছে। ওই গ্যাস দিয়ে চলছে রান্নার কাজ। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে জানিয়েছেন ইউএনও।

নলকূপ বসানো শ্রমিকদের প্রধান আব্দুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, গভীর নলকূপ বসানোর জন্য গর্ত শুরুর পর থেকেই গ্যাস চাপ অনুভব করি আমরা। তবে দুই শ ফুট নীচে গেলে এ চাপ বাড়তে থাকে। তবে ওই সময় গ্যাসের বিষয়টি আমাদের মাথায় আসেনি। আমাদের ধারণা ছিলো মাটির জন্য হয়তো এমনটি হচ্ছে। পরবর্তীতে ৮ শ ফুট যাওয়ার পর আমরা গ্যাসের বিষয়টি নিশ্চিত হই। এমনকি আগুন জ্বালিয়ে তা পরীক্ষা করি। এরপর নলকূপ বাদ দিয়ে সেখানে চলছে রান্নার কাজ।

৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলিম জমাদ্দার বাংলাদেশ জার্নালকে বলেন, গত এক সপ্তাহ পূর্ব থেকেই খালেক মোল্লার বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ শুরু হয়। ২ শ ফুট নীচে যাওয়ার সময় গ্যাসের চাপ অনুভব করে নলকূপের মিস্ত্রিরা। এরপর ৮ শ ফুট গভীরে যাওয়া পর গ্যাস ওঠা শুরু হয়। সোমবার থেকে গ্যাসের চাপ বাড়তে থাকে। এরপর ওই বাড়ির মহিলারা ইট দিয়ে চুলা বানিয়ে সেখানে আগুন ধরিয়ে রান্নার কাজ শুরু করেন। গ্যাসের চাপ ভালো থাকায় রান্নার কাজ সহজেই হচ্ছে বলে জানতে পেরে সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইউএনওকে বিষয়টি অবহিত করা হয়।

কাউন্সিলর আরো জানান, গত মঙ্গলবার বিকেলে ইউএনও মাধবী রায় ও সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও পরিদর্শনের বিষয়টি স্বীকার করে জানান, যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত