ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নদীতে জালে জড়িয়ে শিশুর করুণ মৃত্যু

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

নদীতে জালে জড়িয়ে শিশুর করুণ মৃত্যু

যমুনায় গোসল করতে গিয়ে পোনা শিকারীর জালে জড়িয়ে সানী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পাবনার বেড়া উপজেলার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সানী নদীপাড়ের ওই গ্রামের ফজর আলীর ছেলে।

শিশুটির বাবা ফজর আলী জানান, তার শিশু সাঁতার জানত। সে প্রতিদিনের মত বুধবার দুপুরে নদীতে গোসল করতে নামে। কিন্তু দীর্ঘক্ষণেও বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করা হয়। ঘণ্টাখানেক পর নদী তীরে নেমে গ্রামবাসী একটি জালে জড়ানো অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বেশ কয়েকজন জানান, ওই গ্রামের আব্দুল লতিফ ওরফে লুতু নদীতে থেকে পোনা ও ডিমওয়ালা মাছ ধরার জন্য অবৈধভাবে জাল পেতে রেখেছিল। ওই জালে শিশুটি জড়িয়ে যাওয়ায় সে পানিতে ডুবে মারা যায়। পরে জাল কেটে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোমিনুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌছে। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত