ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, আটক ২

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১৫:৫১

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, আটক ২

টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক চক্রের মূল হোতাসহ ২ জনকে লাখ টাকা সহ আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার রাতে টাঙ্গাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূমি অধিগ্রহণ অফিসার সুখময় সরকার। পরে আটককৃতদের টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়। আজ সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত মো. আশরাফ আলী খান দিনাজপুর জেলার পাঠানপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। অন্যদিকে মুমিন আকন্দ গাজীপুর জেলার উত্তর পাইকড়া গ্রামের হেলাল উদ্দিন আকন্দের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, মো. আশরাফ আলী বিভিন্ন চাকরি প্রত্যাশীদের প্রতারণা করার উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। সে নিজেকে যুগ্মসচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে চান। গণশুনানী চলার সময় তিনি নিজেকে যুগ্মসচিব পরিচয় দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারীদের সন্দেহ হয়। পরে জোর করেই জেলা প্রশাসকের কক্ষে গিয়ে অসংলগ্ন আচরণ করেন। জেলা প্রশাসকের সন্দেহ হলে জেলা প্রশাসক পুলিশকে ডাকেন পরে এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রতারক চক্রের মুখোশ বেরিয়ে আসে।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ও ১৮৯ এর ধারা লংঙ্গনের দায়ে প্রতারক আশরাফ আলী খানকে ১ বছরের কারাদণ্ড এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লংঙ্গনের দায়ে প্রতারক সহযোগী মুমিন আকন্দকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত