ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

ফ্রেন্ডশিপ ডায়ালগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ২১:৫৭

ফ্রেন্ডশিপ ডায়ালগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। যার সূচনা ১৯৭১ সালে বাংলদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতা আজও বাংলাদেশের জনগণ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ উভয় দেশের সম্পর্কে নব দিগন্তের সূচনা করেছে। ফ্রেন্ডশিপ ডায়ালগ এমন একটি প্লাটফর্ম যেখানে মতবিনিময়ের মাধ্যমে উভয় দেশ পারস্পরিকভাবে লাভবান হতে পারে।

শুক্রবার কক্সবাজারস্থ রয়েল টিউলিপ লাক্সারি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ: বাংলাদেশ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক স্পেস-৯ম রাউন্ড’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি দু’দিনব্যাপী ‘নবম বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ: বাংলাদেশ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক স্পেস’ অনুষ্ঠান উদ্বোধন করেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৫ সাল পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনসহ দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ভারতের ভূমিকা অসামান্য। এসময় মুজিব-ইন্দিরা চুক্তি, পানি চুক্তিসহ বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেন।

তিনি বলেন, দীর্ঘস্থল সীমান্ত, ৫৪টি নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগ ভূমিকা রাখতে পারে। তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানী, সমুদ্র অর্থনীতিসহ পারস্পরিক নিরাপত্তার ক্ষেত্রে দুদেশের মাঝে মতবিনিময় উল্লেখযোগ্য অবদান রাখবে। এছাড়া, দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে ব্যবসা-বাণিজ্যে ভারসাম্য আনয়নে কাজ করার সুযোগ রয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় কূটনীতি ব্যবহার করে দুদেশের বিদ্যমান সমস্যা সমাধান করা যেতে পারে। সংসদীয় মৈত্রী গ্রুপ দুদেশের সম্পর্ক আরো জোরদার করবে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পালন করবে ‘মুজিব বর্ষ’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উল্লেখ করে এই ঐতিহাসিক মুহূর্তে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় অবস্থান করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের আসাম রাজ্যের অর্থ, উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পূর্তমন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা, বিজিপি (ভারত) জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ভারানাসী, ভারতীয় রাজ্যসভার এমপি এম জে আকবর, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ, বিমসটেক এর সাধারণ সম্পাদক এম শহিদুল ইসলাম, ফ্রেন্ডশিপ বাংলাদেশের সভাপতি ও টেকনো ইন্টারন্যাশনাল কলেজ অব টেকনোলজির পরিচালক ড. রাধা তমাল গোস্বামী বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং ভোট অব থ্যাংক্স প্রদান করেন আলোক বাংশাল।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত