ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ধানমন্ডিতে জোড়া খুন: ময়নাতদন্ত প্রতিবেদনে যা জানা গেছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১৫:৪৮

জোড়া খুন: ময়নাতদন্ত প্রতিবেদনে যা জানা গেছে

রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্ত্রী ও তার গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় জোড়া খুনের খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাসার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে। ওই ফুটেজ দেখে এক নারীকে সন্দেহ করা হচ্ছে।

পরে স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারেন, ওই নারী নিহতের বাসায় নতুন গৃহকর্মী হিসেবে নিযুক্ত হয়েছিল। পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

এদিকে বাসার ভেতর নির্মমভাবে হত্যার শিকার গৃহকর্ত্রী আফরোজা ও গৃহকর্মী দিতির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহ দুইটির ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কবির সোহেল।

তিনি বলেন, তিন সদস্যের একটি বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয়েছে। দু’টি মরদেহেই গলায় কাটাসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরবর্তীতে বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ ময়নাতদন্ত সম্পর্কে বিস্তারিত ব্রিফ করবেন।

বোর্ডের অন্য দুই সদস্য হলেন- বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ ও প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

ঢামেক হাসপাতালের মর্গের একটি সূত্র জানায়, দু’টি মরদেহের গলায় ধারালো আঘাতসহ শরীরের কয়েকটি জায়গায় আঘাত রয়েছে। এছাড়া তাদের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে মৃত্যুর আগে ওই গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা, তা জানতেও পরীক্ষা করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও সূত্র জানায়।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত