ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

চালককে মিষ্টি কিনতে পাঠিয়ে অটোরিকশা নিয়ে পালালেন নারী

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১৬:৫১

চালককে মিষ্টি কিনতে পাঠিয়ে অটোরিকশা নিয়ে পালালেন নারী

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চালককে মিষ্টি কিনতে পাঠিয়ে দিনদুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছেন অজ্ঞাত এক নারী। শনিবার দুপুরে উপজেলার থানা রোডের বোনারপাড়া তিন মাথা (মাস্টারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন (১৮) অটোরিকশা নিয়ে সাঘাটা উপজেলা চত্বর থেকে থানা রোডের বোনারপাড়া তিন মাথা (মাস্টারপাড়া) এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তাকে থামাতে বলে। এ সময় তার সঙ্গে থাকা এক নারীকে অসুস্থ বলে সাব্বিরের অটোরিকশায় বসায়। এরপর ওই নারী বলেন, মিষ্টি কিনতে হবে, মিষ্টি খেলেই কিছুটা সুস্থতা আসবে। এ সময় মোটরসাইকেল চালক সাব্বিরকে বলেন, ভাই অটো একটু রাস্তার সাইডে রাখেন, সামনের দোকান থেকে আমি মিষ্টি কিনে দিচ্ছি। এই বলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে মোরসাইকেলে উঠিয়ে মিষ্টির দোকানে নামিয়ে দেন। এরপর মোটরসাইকেল ঘোরানোর কথা বলে পালিয়ে যান।

পরে সাব্বির মিষ্টি নিয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার অটোরিকশা নেই। কয়েক মাস আগে ১ লাখ ৫৭ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কিনেছিলেন সাব্বির। এটিই ছিল তার পরিবারের আয়ের একমাত্র সম্বল।

এ বিষয়ে জানতে সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অটোরিকশাটি উদ্ধার ও ছিনতাইয়ে জড়িতদের আটকে কাজ শুরু করছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত