ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

‘খুনিদের ফেরাতে কূটনৈতিক প্রয়াস আরও বাড়ানো হবে’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৯, ১০:৪০  
আপডেট :
 ০৩ নভেম্বর ২০১৯, ১০:৪৩

‘খুনিদের ফেরাতে কূটনৈতিক প্রয়াস বাড়ানো হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ছেন, বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফেরাতে আগামী দিনগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়ানো হবে।

জেলাহত্যা দিবস উপলক্ষে রোববার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় ৪ নেতার হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের বিষয়ে আলোচনা চলছে।

পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যারা খুনি, তাদের দণ্ড কার্যকর হয়েছে। যাদের দণ্ড কার্যকর হয়নি, তারা বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনার জন্য জোরদার প্রয়াস অব্যাহত রয়েছে। এই কূটনৈতিক প্রয়াস সামনের দিনগুলোতে আরও বাড়বে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত