ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ধানমণ্ডিতে জোড়া খুন, আটক ৫

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:১০

ধানমণ্ডিতে জোড়া খুন, আটক ৫

রাজধানীর ধানমণ্ডির এক বাসায় গার্মেন্ট ব্যবসায়ীর শাশুড়ি ও তার গৃহকর্মীকে গলাকেটে হত্যায় যে নারীকে সন্দেহ করা হচ্ছে, তিনি প্রকৃতপক্ষে গৃহকর্মী কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন একজন পুলিশ কর্মকর্তা।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ‘ওই নারীকে ধরতে পারলে এই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। তথ্য-প্রযুক্তির মাধ্যমের একবার ওই নারীর অবস্থান মিরপুর পাওয়া গিয়েছিল, কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

তবে এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

এদিকে শনিবার নিহত আফরোজা বেগম ও দিতির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান প্রভাষক ডা. কবির সোহেল সাংবাদিকদের জানান, দুজনের গলাসহ শরীরেই বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের একাধিক জখম ছিল। আফরোজার পেটে ও বুকেও ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে একটি আঘাত তাঁর কিডনি ভেদ করে। মূলত অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। গলা কাটার কারণে গৃহকর্মী দিতির মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত