ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

চিপস কারখানায় অভিযান, জরিমানা

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৪৮

চিপস কারখানায় অভিযান, জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষিপাশা বাজার এলাকায় একটি (স্থানীয় লোকাল) চিপস কারখানায় অভিযান চালিয়ে মালিক আইতুল্লাহ খমিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে কারখানা মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাশ এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারখানা মালিককে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাশ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে বলেন, অভিযানে কারখানার স্বত্বাধিকারী আইতুল্লাহ খমিনিকে আটক করা হয়েছে। জরিমানার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত