ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ঘূর্ণিঝড়ের প্রভাবে গোপালগঞ্জে একটানা বৃষ্টি

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ০৯:৪৩

ঘূর্ণিঝড়ের প্রভাবে গোপালগঞ্জে একটানা বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গোপালগঞ্জে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। এতে চরম ভোগান্তিতে পড়েছে দিনমজুরেরা।

জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে শুক্রবার সকাল থেকে জেলায় টানা বৃষ্টিপাত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সবেচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা।

বৃষ্টি থাকায় কাজের অভাবে অলস সময় কাটাতে হচ্ছে তাদের। বৃষ্টিপাতের ফলে রাস্তা ঘাট ফাঁকা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। বৃষ্টিপাতের ফলে শীতকালীন সবজির চারা মারা যাওয়ায় আশঙ্কায় রয়েছে কৃষকেরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলাও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত