ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সম্মেলন

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১০:১৬  
আপডেট :
 ০৯ নভেম্বর ২০১৯, ১০:২১

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সম্মেলন

মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও মাদ্রাসা সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লক্ষীপুর জেলা শাখার ২য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষ্মীপুর শাখার আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রনালয়ের বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের সদস্য হারুন অর রশিদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মহাসচিব জহির উদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও সহকারী প্রক্টর প্রফেসর ড.শামছুল কবির, লক্ষীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির সি: সহ সভাপতি সুলতান মাহমুদ, সি: সহ সভাপতি ফজলুল বারী বেলাল, সি: যুগ্ম মহাসচিব শান্ত ইসলাম, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, সি: সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হোসেন, খোরশেদ কবির মাসুদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আমন্ত্রিত ওলামাদের মধ্যে এ কে এম আবদুল্লাহ সাবেক অধ্যক্ষ লক্ষীপুর দারুল উলম কামিল মাদ্রাসা, একেএম রুহুল আমিন অধ্যক্ষ আয়েশা ( রা:) মহিলা কামিল মাদ্রাসা, জাহিদ হোছাইন অধ্যক্ষ বশিকপুর কামিল মাদ্রাসা, ইব্রাহিম শামীম অধ্যক্ষ ভবানিগঞ্জ ফাজিল মাদ্রাসা, জেলা সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল, অর্থ সম্পাদক শাহাদাত উল্লাহ, সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন, জেলা সদস্য ফারুক হোসেন, কমলনগর সভাপতি এম এ কাশেম, সাধারন সম্পাদক মো. লোকমান হোসেন, সদর পূর্ব শাখার সভাপতি কামাল হোসেন ভূঁইয়া, সহ সভাপতি ফিরোজ কবির, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসাইন, সদর পশ্চিমের সভাপতি শাহেদ আকরাম হোসেন পিন্টু, সাধারন সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, রায়পুর উপজেলা সভাপতি মো: সেলিম, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, রামগতি উপজেলা সভাপতি মাহতাব উদ্দিন, সাধারন সম্পাদক সফি উল্লাহ, রামগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রব, সাধারন সম্পাদক জাকির পাটওয়ারি সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ।

অনুষ্ঠান শেষে লক্ষীপুর জেলা কমিটির ২য় বারের মত সভাপতি হিসেবে মোহাম্মদ আলী ও সাধারন সম্পাদক হিসেবে ফিরোজ আলমের নাম ঘোষণা করেন বিএমজিটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হারুন অর রশিদ।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত