ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ঝালকাঠিতে ‘বুলবুল’ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৫:৪১  
আপডেট :
 ০৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

ঝালকাঠিতে ‘বুলবুল’ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি

ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত শুক্রবার থেকে ঝালকাঠিতে থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার সুগন্ধা ও বিষখালিসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। অভ্যন্তরীন এবং দূরপাল্লার সকল রুটে নৌযান চলালচ বন্ধ রাখা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক মো. জোহর আলী জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে উপস্থিত লোকজনের সাথে কথা বলেন।

জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় নদী তীরবর্তী জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ায় জন্য গতকাল থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া জেলায় ৭৪ টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে ৫টি কন্ট্রোলরুম। বাতিল করা হয়েছে সকরারি কর্মকর্তা কর্মচারিদের ছুটি।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • পঠিত