ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কটূক্তি শুনতে হয়েছে’

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:৫৪

‘ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কটূক্তি শুনতে হয়েছে’

‘ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক রকম কটূক্তি, ব্যঙ্গ, সমালোচনা আমরা শুনেছি। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। এখন সারা পৃথিবীতে এটি একটি পরিচিত নাম এবং এটি নিয়ে গবেষণা হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য শনিবার বিকেলে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিকেলে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ইনভেস্টরস্ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আনিকা হাসান প্রমুখ।

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরা বলেন, ‘মাস খানেক আগে এই পার্কে আমি এসেছিলাম। ওই সময় ১ ঘণ্টার মতো কিছু কোম্পানি এবং স্টল পরিদর্শন করেছিলাম। আমার কাছে মনে হয়েছে এখানে কিছু সংকট আছে। যেভাবে এটি হওয়া উচিত ছিল সুযোগ সুবিধা বা তরুণ উদ্যোক্তাদের যে ভাবে সহযোগিতা করা উচিত ছিল সেভাবে বোধ হয় করা হয়নি। সে সময় অনেকেই আমার কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত উপাচার্য আনোয়ার হোসেনের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা সফটওয়্যার পার্ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি সমন্বয় করে চলে সেক্ষেত্রে আমরা আরও লাভবান হবো। প্রযুক্তি ব্যবহার এবং এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করার যে সমস্ত ঘাটতি আমাদের আছে এগুলো আমাদের আমলে নিতে হবে। এখনো পর্যন্ত ৩৫ হাজার বিদেশি বাংলাদেশে বিভিন্ন টেকনিক্যাল কাজ করছে।

তিনি আরো বলেছেন, একটি তথ্যে জানা যায়; আমাদের প্রায় এক কোটি লোক বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আয় করে প্রায় ৩৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ সেই সমপরিমাণ টাকা আবার বিদেশে নিয়ে যাচ্ছে। অথচ আমাদের এই তরুণ সমাজ অনেক কিছু আবিস্কার করেছে। কাজেই আমাদের এখন চিহ্নিত করবে হবে কোন কোন ক্ষেত্রে আমাদের ত্রুটি আছে এবং সে যায়গা থেকে বিদেশি বিশেষজ্ঞরা এসে এই সুযোগটি নিয়ে যাচ্ছে। তাই আমাদের বড় শক্তি মানবসম্পদকে দেশিয় মানুষ দিয়ে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি করতে হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত