ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে জড়ো হচ্ছে স্থানীয়রা

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ২১:২৬

ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে জড়ো হচ্ছে স্থানীয়রা

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিকেল থেকে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ। শনিবার দুপুরের পর থেকে নদীতীরের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করে। রাতে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জেলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। অনেকে গবাদিপশুও নিয়ে এসেছেন আশ্রয় কেন্দ্রে।

এদিকে সন্ধ্যায় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সদর উপজেলার বিষখালী নদী তীরের ভাটারাকান্দা ও সাচিলাপুর সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে আশ্রয় নেয়া সকলকে তাদের শিশু সন্তানদের প্রতি খেয়াল রেখে সাবধানে থাকার পরামর্শ দেন। এছাড়া দুর্যোগকালীন সময়ে যে কোনো প্রয়োজনে পুলিশকে ফোন দেয়ার আহবান জানান পুলিশ সুপার।

বিকেল থেকে সুগন্ধা ও বিষখালীসহ অন্যান্য নদ-নদী পানি বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরিণ এবং দূরপাল্লার সকল রুটে নৌযান চলালচ বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত