ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আবরারের ময়নাতদন্ত আজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৩:০৭  
আপডেট :
 ১০ নভেম্বর ২০১৯, ১৩:১০

আবরারের ময়নাতদন্ত আজ

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে নিহত রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরারের দাফনের আট দিনের মাথায় শনিবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিসিল-এর উপস্থিতিতে সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে আবরারের মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনের একদিন পর আজ নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত করা হবে।

এর আগে ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন।

আদালত জবানবন্দি গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে তার মৃত্যুর পর দায়ের করা ‘অপমৃত্যু’ মামলার সঙ্গে নতুন মামলাটি তদন্ত করে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) আবদুল আলীমকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত