ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

সিরাজগঞ্জে রাঙ্গার বিচারের দাবিতে বিক্ষোভ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৪:৫০  
আপডেট :
 ১২ নভেম্বর ২০১৯, ১৪:৫৫

সিরাজগঞ্জে রাঙ্গার বিচারের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ জেলা যুবলীগ বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এসময় শহীদ নূর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

গতকাল সোমবার (১১ই নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কর্তন ও আতশবাজি পোড়ানো অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করে জেলা যুবলীগ।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ভিপি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য্য, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ। এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এসময় রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় জেলা যুবলীগের সভাপতি রাসেদ ইউসুফ জুয়েল রাঙ্গার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দেন।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত