ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৫:০১

নড়াইলে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাড়ে ৩ বছরের শিশু সুমাইয়া মারা গেছে।

মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সুমাইয়া পৌরসভার বরাশুলা গ্রামের দিনমজুর নাহিদ শেখ এর কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬/৭ দিন ধরে শিশু সুমাইয়া জ্বরে আক্রান্ত ছিল। সোমবার (১১ নভেম্বর) জ্বর বেড়ে গেলে মঙ্গলবার ভোরে তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তুহিন রহমান শিশুটিকে খুলনায় রেফার্ড করেন। তাৎক্ষনিকভাবে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর পিতা নাহিদ শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু বলেন, শিশুটি প্রচন্ড জ্বরে ভুগছিলো, তার সারা শরীরে র‌্যাশ উঠে ডেঙ্গু হেমরেজিক পর্যায়ে চলে গিয়েছিলো। তাই তাকে খুলনায় রেফার্ড করেন জরুরী বিভাগের চিকিৎসক।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত