ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বুলবুলে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারকে আর্থিক অনুদান

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৫:২৭  
আপডেট :
 ১২ নভেম্বর ২০১৯, ১৫:৩০

বুলবুলে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারকে আর্থিক অনুদান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে নিহত দু’টি পরিবার ও একটি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার সকালে মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ বশির আহম্মেদ ঘুর্ণিঝড় বুলবুলে নিহত উপজেলার বান্ধাবাড়ি গ্রামের ছেকেন হাওলাদার, কান্দি গ্রামে নিহত সাথী বৈদ্য ও কুরপালা গ্রামের ক্ষতিগ্রস্থ বিধবা আকলিমা বেগমের পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা প্রদান করেন।

এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, বান্ধাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহব্বত হোসেন গোলদার উপস্থিত ছিলেন।

মারুফ সমাজ কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির আহম্মেদ বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ৩টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলাম। এরপর আমরা উপজেলার ১১টি ইউনিয়নেই আমাদের সংগঠনের পক্ষ থেকে বুলবুলে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করবো।

শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার বলেন, মারুফ সমাজ কল্যান ফাউন্ডেশন বুলবুলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবার জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাই। এই সংগঠনের মতো ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত