ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

আনোয়ার খানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী

ভারত রপ্তানি বন্ধ করায় পিঁয়াজের বাজার উর্ধগতি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৭:৫১

ভারত রপ্তানি বন্ধ করায় পিঁয়াজের বাজার উর্ধগতি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজের রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেয়ায় বাংলাদেশে পেঁয়াজের বাজার উর্ধগতি।

মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সরকারি দলের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের উওরে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন হঠাৎ, করে দেশের বাজারে পিঁয়াজ ও রসুনের দাম বৃদ্ধির কারণ ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্ত।

বাণিজ্যমন্ত্রী বলেন, মিশর ও তুরস্ক হতে পিঁয়াজ আমদানির লক্ষ্যে দেশের প্রতিষ্ঠিত আমদানিকারকদের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত পিঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া ভারত সরকারের পিঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মাশিয়াল কাউন্সিলর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত