ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন দোকানির জরিমানা

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ২১:২১

বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন দোকানির জরিমানা

পেঁয়াজের দাম বেশি নেয়ায় তিন দোকানির কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছেন যশোরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের বড় বাজার ও চুয়াডাঙ্গা স্ট্যান্ডে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আলাদাভাবে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, শহরের বড় বাজারে অভিযান পরিচালনার সময় নিউ আমিন অ্যান্ড সন্সের মালিক আব্দুল হক ও রেজাউল অ্যান্ড সন্সের মালিক রেজাউল ইসলাম ১২০ টাকা দরে পেঁয়াজ কিনে ২২০ টাকা দরে বিক্রি করছিলেন। এ জন্য ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় নিউ আমিন অ্যান্ড সন্সের মালিক আমিনুর রহমানকে ৩ হাজার টাকা ও রেজাউল অ্যান্ড সন্সের মালিম রেজাউল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজী আতিকুর রহমান।

অপরদিকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আব্দুল গফুর অ্যান্ড সন্সের মালিক আব্দুল গফুরকে একই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান ২ হাজার টাকা জরিমানা করেন।

এসময় কৃষি বিপণন অধিদপ্তারের পরিদর্শক কুতুব উদ্দিন বিশ্বাস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত