ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ২২:৪৯  
আপডেট :
 ১৪ নভেম্বর ২০১৯, ২২:৫২

প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন যেভাবে আমরা বাড়িয়েছে তা আর কেউ বাড়ায়নি। আমরা আমাদের শ্রমিক থেকে শুরু করে অফিসার শিক্ষক সকলে বেতন বৃদ্ধি করেছি।

তিনি বলেন, প্রায় ৬৫ হাজার প্রাথমিক হেড মাস্টারকে ১১তম গ্রেড দেওয়া হয়েছে। ৩ লাখ ৮২ হাজার সহকারী শিক্ষককে ১৩ তম গ্রেড উন্নীত করা হয়েছে। আর বেতনের পরিমাণ কিন্তু এখন অনেক বেশি। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং দিলে বেতন বাড়ছে।

এমপিওভুক্ত নিয়ে তিনি বলেন, আমাদের যারা শিক্ষক তারা অনেকদিন এমপিওভুক্ত হয়নি। এখন করে দিয়েছি। আড়াই হাজারেরও বেশি প্রতিষ্ঠান এমপিও পেয়েছে। বাকি অনেক স্কুলগুলোকে মানসম্মত শিক্ষার ব্যাপারে সচেতন করা হচ্ছে। ওরা যখন যোগ্যতা অর্জন করতে পারবে তাদেরও এমপিওভুক্ত হবে।

  • সর্বশেষ
  • পঠিত