ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ১৬:৫৩

‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

নরসিংদীর শিবপুরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার রাজ্জাক মিয়া (৩৯) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পুলিশের ৩ সদস্য।

শুক্রবার গভীর রাতে উপজেলার তেলিয়া শ্মশান ঘাটে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি বন্ধুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ৪ টি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাজ্জাক জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী ও শিবপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দ্রুত বিচার আইনে ১৬টি মামলা রয়েছে।

আহতরা হলেন- এসআই মনির হোসেন,কনস্টেবল মশিউর রহমান ও আনিসুর রহমান।

পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ধানুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত রাজ্জাক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে নিয়ে সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

ওই সময় নিহত রাজ্জাকের দেয়া তথ্যমতে তেলিয়া শালুরদিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক মারা যায়। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, বন্ধুকযুদ্ধে নিহত রাজ্জাক আন্তজেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দ্রুত বিচার আইনে ১৬টি মামলা রয়েছে। ওই সময় ঘটনাস্থল থেকে একটা দেশীয় তৈরি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, একটি কাটার উদ্ধার করা হয়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত